উত্তরে বলদিয়া ইউনিয়ন দক্ষিনে গুয়ারেখা ইউনিয়ন পূর্বে সোহাদল এবং
সারেংকাঠী ইউনিয়ন পশ্চিমে বেলুয়া নদী্।
ক) নাম – ০৬নং দৈহারী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৫,৯৯৩ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৩,৬৬৪ জন (প্রায়) (২০১৪)
ঘ) গ্রামের সংখ্যা –১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/মটরসাইকেল।
জ) শিক্ষার হার – ৯০%। (২০১৪ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৫ টি
মাদ্রাসা- ৪ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান - মো: মিজানুর রহমান মিন্টু
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১ টি
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২৮/০৮/২০০৫ ইং নুতন কপ্লেক্স্র
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৮/০৫/২০১১ ইং
২) প্রথম সভার তারিখ – ০৯/০৫/২০১১ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
কৈয়ারখাল,চিলতলা, বড়ইবাড়ী, চিনাবুনিয়া,
খাড়াবাগ, উড়িবুনিয়া, আমতলা, ঠাকুরহায়লা
বেলোডাংগা, দৈহারী, কাঠালবাড়ী, কাটাদৈহারী,
পশুরীবুনিয়া, থালিয়া, বাশতলা, গনকপাড়া, গয়েশকাঠী,
ছৈলাবুনিয়া, ভুতখালী ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।